দুই শিশু জাপানি মায়ের কাছে থাকবে: রায় আপিল বিভাগের

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০

দুই জাপানি শিশু মায়ের কাছে থাকবে বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল করে এ আদেশ দেন।

এ সময় দ্বিতীয় অতিরিক্ত পারিবারিক আদালতকে তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ। আদালতের আদেশ ছাড়া মেয়েদের নিয়ে দেশত্যাগ করা যাবে না।

বাবা ইমরান শরিফ সুবিধাজনক সময়ে মেয়েদের সাথে দেখা করতে পারবেন বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত