দুই বাংলায় প্রকাশিত হল শুভ আহমেদের কবিতার বই
প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ১৩:৫৭ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:৩৯
শুভ আহমেদ বিক্রমপুরের লৌহজং উপজেলার তরুন লেখক। পড়াশুনার পাশাপাশি তার সাহিত্য চর্চা বিশেষ করে কবিতার প্রতি তার দুর্বলতা আছে। তিনি লিখে চলেছেন দীর্ঘদিন।
নানা প্রতিকূলতার মধ্যে বয়ে চলা তার ব্যক্তি ও পারিবারিক জীবনে কখনো সে কবিতাকে ছেড়ে থাকতে পারেননি। কবিতার সাথে তার ঘর বসতি।
করোনা কালে শুভ আহমেদের কবিতা সংকলন "চুমু ও হেমলক" প্রকাশ করেছে ঢাকার আনন্দম প্রকাশনী। প্রকাশক শ্রাবনী মজুমদার বলেন বইটি দুই বাংলায় এই করোনা কালে অনলাইনে প্রকাশ করা হয়েছে।
বইটির পৃষ্ঠা সংখ্যা ৫০ হলেও শুভ আহমেদের ৪০টি কবিতা এখানে সংকলিত। পাঠকগন বইটি অনলাইনে অর্ডার দিতে পারেন।
পিডিএফ ফরমেটে বইটি পড়তে পারেন। মননশীল পাঠক গনকে চুমু ও হেমলক বইটি আকৃষ্ট করবে বলে আমরা আশা করছি। বইটি সংগ্রহ করতে লেখকের মোবাইল নম্বরে১৫৩১৫৬৮৭৮৯/ ০১৭১৮৫৩১০০১ যোগাযোগ করতে পারেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত