দীর্ঘ পাচঁ মাস পর শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে চালু হলো স্পীডবোট
প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৯:১১ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৫
দীর্ঘ পাচঁ মাস বন্ধ থাকার পরে অবশেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় শিমুলিয়া -বাংলাবাজার ও -মাঝিকান্দি নৌরুটে স্পিডবোট চলাচল শুরু হয়েছে।জানাযায় কম সময়ে পদ্মা পারি দেওয়ার অন্যতম নৌযান এই স্পীড। পাচ মাস পূর্বেও এই নৌরুটে তিন থেকে চার শতাধিক স্পিডবোট চলত। কিন্তু গত ৩ই মে মাধারীপুরের শিবচর ঘাটের অদূরে স্পীড বোট থেমে থাকা বলগেটের সাথে ধাক্কায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এর পর থেকে বন্ধ হয়ে যায় জনপ্রিয় এ নৌযানটি।
চালকের ড্রাইভিং সনদ, রেজিস্ট্রেশন সনদ, সার্ভে সনদ ও রুট পারমিট সনদ দেওয়ার পরে আজ চালু হলো স্পিড।নৌ পরিবহন অধিদপ্তরের ইন্সপেক্টর জহিরুল কাইয়ুম জানান এ নৌ-রুটের ১৪৫ টি নিবন্ধিত স্পিড বোটের মধ্যে ১০১ টি স্পিড বোটের সকল প্রকার কাগজ হাতে পৌছেছে। তাই এ স্পিড বোটগুলো সর্বচ্চো ১২ জন যাত্রী নিয়ে যত্রীপ্রতি ১৫০ টাকা ভাড়া দিয়ে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌ-রুট পারি দিতে পাড়বে।আইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাট এর উপ-পরিচালক শাহাদাত হোসেন জানান বিকেল ৩ টায় শিমুলিয়া স্পিড বোট ঘাটে মিলাদ ও দোওয়ার পরেই চালু করা হয়েছে স্পিড বোট চলাচল।
এদিকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ৪৭ দিন বন্ধ থাকার পর চারটি ফেরি দিয়ে স্বল্প পরিসরে ফেরি চলাচল করছে। এই নৌরুটে ফেরিতে করে মাইক্রোবাস প্রাইভেটকার ও এম্বুলেন্স ছারা ভারী কোন যানবাহন পারাপার করা হচ্ছেনা ফলে ঘাটে রয়েছে যানবাহনের সারী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত