দীর্ঘদিন পর বড় পর্দায় নায়ক রুবেল
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৬ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪
প্রযোজক ও পরিচালক এম ডি ইকবালের অ্যাকশনভিত্তিক এ ছবি ‘কিল হিম’। এ ছবিতে অভিনয় করবেন একসময়ের জনপ্রিয় নায়ক মাসুম পারভেজ রুবেল। দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা যাবে এ অভিনেতাকে। তাকে এ ছবিটিতে দেখা যাবে চমক জাগানিয়া একটি চরিত্রে।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে এই তথ্য নিশ্চিত করলেন পরিচালক ইকবাল।
তিনি বলেন, ‘রুবেল ভাই আমাদের অনেক সুপারহিট সিনেমার নায়ক। তার অ্যাকশনগুলো আজও দর্শককে মুগ্ধ করে। অনেকদিন পর রুবেল ভাই সিনেমায় ফিরছেন। সেটা আমার ছবি, এটা ভেবে ভালো লাগছে।
তাছাড়া প্রথমবারের মতো নিজের প্রযোজনার বাইরে সিনেমা করছেন বাংলাদেশের অনন্ত জলিল ও নায়িকা বর্ষা। আরো এ সিনেমায় অভিনয় করবেন বলিউডের শক্তিশালী অভিনেতা রাহুল দেব। আরও অভিনয় করবেন মিশা সওদাগরসহ বাংলাদেশ ও ভারতের অনেক জনপ্রিয় তারকা শিল্পী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত