আবহাওয়ার পূর্বাভাস - ২৭ ফেব্রুয়ারি ২০২৫

দিন ও রাতে গরম আরও বাড়বে, রংপুর বিভাগে বৃষ্টি হতে পারে

  নিজস্ব প্রতিবেদক    

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ |  আপডেট  : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১

ফাইল ছবি

 

সারাদেশে দিনের গরম ক্রমশ বাড়ছে। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রির ঘরে ছিল। আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী কয়েকদিনের তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। মার্চের দ্বিতীয় সপ্তাহের পর থেকে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আজ রংপুরের সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত