দিনাজপুর বোর্ডের এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:২৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৪

চলমান এসএসসি পরীক্ষার দিনাজপুর শিক্ষা বোর্ডের গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়নের পরীক্ষা স্থগিত করা হয়েছে।বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে এসব বিষয়ের পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রশ্ন ফাঁসের অভিযোগে এসব বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিতকৃত বিষয়ের পরীক্ষার তারিখ যথা সময়ে জানানো হবে।

স্থগিতকৃত বিষয় ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা রুটিন অনু্যায়ী অনুষ্ঠিত হবে বলেও তাতে উল্লেখ করা হয়েছে।  গত ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত