দাড়িদহে ফ্রী চক্ষু শিবির ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত 

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৪ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮

বগুড়ার শিবগঞ্জের দাড়িদহে ফ্রী চক্ষু শিবির ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলহাজ্ব আব্দুল খালেক মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে দাড়িদহ শহীদ ফজলুল বারী কারিগরি কলেজ মাঠে এ চক্ষু শিবির ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

এতে রোগী দেখেন চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ ইব্রাহিম খলিলুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ময়দানহাট্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সমাজ সেবক মাহবুব আলম মানিক, বগুড়া আলিফ জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. ফজলে রাব্বী প্রমূখ।
 
উক্ত ফ্রী চক্ষু শিবির ও ছানি রোগী বাছাই ক্যাম্পে দাড়িদহ এলাকার ৩শতাধীক রোগী চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত