‘দাবির মুখে’ ছাত্রলীগ ঢাবি শাখার হল সম্মেলনের তারিখ ঘোষণা
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৯:৫৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫
দীর্ঘ প্রায় ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ৩০ জানুয়ারি ১৮টি আবাসিক হলের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার দিবাগত রাতে টিএসএসিতে হল কমিটির পদপ্রত্যাশী নেতাদের তোপের মুখে পড়েন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এর দুদিন পরই সম্মেলনের ওই তারিখ ঘোষণা করা হলো।
সর্বশেষ ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সম্মেলন করেছিল ছাত্রলীগ। ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা কারণে তা আটকে ছিল। সম্প্রতি কয়েক দফায় তারিখ নির্ধারণ করা হলেও শীর্ষ নেতাদের সমন্বয়হীনতায় শেষ পর্যন্ত সম্মেলন হয়নি।
আল নাহিয়ান খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলনের তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের দুই-তিন দিন পরই ঘোষণা করা হতে পারে হল কমিটি।
পরে রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ৩০ জানুয়ারি হল শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলনের তারিখ ঘোষণা করেন।
২০১৮ সালের ৩১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সনজিত চন্দ্র দাস ও সাদ্দাম হোসেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত