দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছিল
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১৩:৩৬ | আপডেট : ৫ নভেম্বর ২০২৪, ০৪:৫০
দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছিল বলে মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, দেশের অগ্রগতি থামিয়ে দেওয়া ও বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মন্দিরে কোরআন শরিফ রাখা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা লাগানোই ছিল উদ্দেশ্য।
রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম আরও বলেন, একটা ফ্রেশ কোরআন শরিফ সেখানে নিয়ে যাওয়া হলো। মন্দিরে কোরআন কীভাবে গেলো, কে নিয়ে গেলো? উদ্দেশ্য একটাই, দাঙ্গা লাগানো। দাঙ্গা লাগাতে পারলে দেশটা পিছিয়ে যাবে, দেশের অগ্রগতি বন্ধ হয়ে যাবে, আর বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এটাই তাদের উদ্দেশ্য।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ভিরা মেন্ডোনকা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত