দাউ দাউ জ্বলছে দক্ষিণ আফ্রিকার সংসদ ভবন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১৪:৫১ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:১৭

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের সংসদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার (০২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ।
 
স্থানীয় কর্মকর্তা জেপি স্মিথ বলেন, ভবনের তিন তলায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৩৬ জন দমকলকর্মী কাজ করছিলেন। তারা আগুন নিয়ন্ত্রণে আরও সহায়তা চেয়েছেন।

শহরের জরুরি বিভাগের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ছাদে এবং সংসদ ভবনের ভেতর আগুন ছড়িয়েছে। এছাড়া ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে বলে জানান তিনি।

কেপটাউনের দমকল বিভাগের মুখপাত্র জেরমাইন ক্যারেল জানান, আগুনে কোনো মানুষ হতাহত হয়নি। তবে নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের আশপাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত