দলের ফটোসেশন বাদ দিয়ে শুটিংয়ে ব্যস্ত সময় কাটালেন সাকিব

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১২ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৮

বিপিএল ফাইনালের আগে বৃহস্পতিবার ফটোসেশনে অংশ নেয়ার কথা ছিল বরিশাল দলপতি সাকিব আল হাসানের। সেখানে অংশ না নিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত সময় কাটালেন সাকিব আল হাসান।

দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, পেটের পীড়ায় ভোগার কারণে ফটোসেশনে নেই সাকিব। এ অলরাউন্ডারের পরিবর্তে ফটোসেশন ও সংবাদ সম্মেলনে আসেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

তিনি সাংবাদিকদের জানান, সাকিবের পেটের পীড়ার বিষয়টি তার জানা নেই। এরপরই সাকিবকে নিয়ে শুরু হয় ধোঁয়াশা। ওঠে নানা গুঞ্জন।

রাতেই প্রমাণ পাওয়া যায় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মিথ্যা তথ্য দেয়ার। পেটের পীড়া নয়, বিজ্ঞাপনের শুটিংয়ে যাওয়ায় ফটোসেশনে থাকা হয়নি সাকিবের।

কোভিড পরিস্থিতির মধ্যে বিপিএলের শিথিল বায়ো বাবল থেকে বেরিয়ে কোমল পানীয়র বিজ্ঞাপনের শুটিং করতে দেখা গেছে দেশের ক্রিকেটের এই পোস্টারবয়কে।

শুক্রবার সন্ধ্যায় নিজ দল ফরচুন বরিশালকে নিয়ে বিপিএলের শিরোপা লড়াইয়ে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার। প্রতিপক্ষ কুমিল্লা ভিকটোরিয়ানস।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত