দরজা ভেঙে ইসলামী ব্যাংকের অফিস সহায়কের লাশ উদ্ধার
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ১১:২০ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৩:১৬
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার অফিস সহায়ক মো. ইকবাল হোসাইনের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর মিয়ারহাট বাজারে বাহাউদ্দীন বুলবুলের বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি ভাড়া রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইকবাল হোসেন ওই রুম ভাড়া নিয়ে এক থাকতেন। সন্ধ্যার পরে পুলিশ খবর পেয়ে এসে রুমের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার আব্দুল নবির ছেলে।
ইকবাল হোসেনের পাশের রুমে ভাড়া থাকা নাইম নামে এক যুবক বলেন, শুক্রবার রাত ৯টায় তাকে সর্বশেষ রুমে ঢুকতে দেখা গেছে। সারাদিনে তাকে দেখতে না পেয়ে আমাদের কৌতূহল হয়। কারণ তাকে সকাল ৯টার পর কখনও ঘুমানো থাকতে দেখা যায়নি। তাই রুম বন্ধ দেখে রুমের দরজায় কড়া নেড়ে কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে ঘর মালিকের বড় ভাইকে ডেকে বিষয়টি জানাই। তিনি এসেও ডাকাডাকি করেন। পরে দরজার নিচ থেকে তাকালে তার পা ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পুলিশকে জানালে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
ওই ব্যাংকের ম্যানেজার পরিচয়ে এক ব্যক্তি মোবাইল ফোনে জানান, ইকবালের বাড়ি চট্টগ্রামে। আমি ব্যস্ত আছি এখন কথা বলা যাবে না, এর বেশি কিছু জানতে হলে আগামীকাল ব্যাংকে এসে কথা বলেন।
নেছারাবাদ থানার ওসি গোলাম সরোয়ার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে আত্মহত্যা হয়েছে সঠিকভাবে জানা যায়নি। হয়তো প্রেম সংক্রান্ত কোনও বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করে রবিবার সকালে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত