দক্ষিণ কোরিয়াকে "প্রাথমিক শত্রু" হিসাবে দেখার সিদ্ধান্ত দিয়েছে কিম জং
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১৪:৩৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩১
দক্ষিণ কোরিয়াকে "প্রাথমিক শত্রু" হিসাবে দেখার সিদ্ধান্ত দিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তা নিশ্চিত করার জন্য সংবিধান পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। এছাড়া আরো সতর্ক করেছেন যে তার দেশ যুদ্ধ এড়াতে চায় না, মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে।
উত্তর কোরিয়ার রাবার-স্ট্যাম্প পার্লামেন্টের সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে এক বক্তৃতায় কিম বলেছিলেন তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, দক্ষিণের সাথে একীকরণ আর সম্ভব নয় এবং সিউলকে শোষণের মাধ্যমে শাসনের পতন এবং একীকরণের জন্য অভিযুক্ত করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার (১৫ জানুয়ারি) পিয়ংইয়ং দাবি করেছে যে, এই ক্ষেপণাস্ত্রটি হতে পারে বিশ্বের দ্রুততম এবং সবচেয়ে নির্ভুল অস্ত্রগুলোর মধ্যে একটি। একই দিনে যুদ্ধের বিবৃতি দেন এই নেতা। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সাথে এই বিবৃতির কতটুকু সম্পর্ক রয়েছে যা এখন দেখার বিষয়। (রয়টার্স)
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত