দক্ষিণ আফ্রিকার সফরে যাওয়ার আগে যা বললেন সাকিব
প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১০:১১ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৩
অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশে দেশ ছাড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।রবিবার রাত ১১টার ফ্লাইটেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ত্যাগ করেন সাকিব।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ফুরফুরে মেজাজে থাকা সাকিব গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নিয়ে সাকিব বলেন, ‘সিরিজ জিততে পারলে দলের জন্য খুবই ভালো। তবে একটা ম্যাচ জিতলেও তা ভালো। সেভাবেই প্রস্তুতি নেবো। ওখানে আমরা আগে জয় পায়নি। কতটুকু পরিবর্তন করতে পারবো জানি না। তবে দলীয় ও ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলে পরিবর্তন করার সুযোগ থাকবে।’
দলের সঙ্গে থাকতে পারাও স্বস্তি উল্লেখ করেন সাকিব জানান, ‘দলের সঙ্গে থাকতে পারা ভালো ব্যাপার। স্বস্তির ব্যাপার। এবার ড্রাইভিং সিটে থাকতে চাইব।’
সাকিব মনে করেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে কিংবা টেস্ট যেকোন ফরম্যাটে জিততে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে তারা। তার মতে, দক্ষিণ আফ্রিকা যে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল তা কাটিয়ে উঠেছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে টেস্ট জয় দলকে অনুপ্রাণিত করবে।
দক্ষিণ আফ্রিকায় জিততে হলে তিন ফরম্যাটে ভালো করতে হবে বলে জানান সাকিব।
আগামী ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ৩১ মার্চ শুরু হবে প্রথম টেস্ট।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে আর ৬টি টেস্ট খেললেও একটাও জয় নেই টাইগারদের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত