দক্ষিণ আফ্রিকার পানশালায় নির্বিচার গুলিতে ১৫ জন নিহত
প্রকাশ: ১০ জুলাই ২০২২, ১৮:৪৯ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬
দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাতে সোয়েতো শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই হামলায় আরও ৯জন আহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
পুলিশ জানায়, মধ্যরাতের কিছুক্ষণ পর এই হামলা হয়। জোহানেসবার্গের ওরলান্ডো ইস্ট পানশালায় একদল সশস্ত্র ব্যক্তি প্রবেশ করে নির্বিচার গুলিবর্ষণ শুরু করে।
পুলিশ নিশ্চিত করেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে আরেকটি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোয়েতো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত পিয়েটারমারিতবুর্গের আরেকটি পানশালায় ওই হামলায় চারজন নিহত ও ৮ জন আহত হয়েছে।
পিয়েটারমারিতবুর্গের পুলিশ মুখপাত্র নকোবাইল গোয়ালা বলেন, ভিন্ন প্রদেশে হওয়ার কারণে আমরা দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে বলে মনে করছি না। আমরা নিজেদের ঘটনা তদন্ত করছি। পুলিশের এক মুখপাত্র বলেছেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে সন্দেহ করা হচ্ছে।
উভয় হামলার ক্ষেত্রেই অজ্ঞাত বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়েছে এবং পলাতক রয়েছে। হামলায় কতজন জড়িত বা তাদের উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিশ্বের অন্যতম সহিংসতাপ্রবণ দেশ দক্ষিণ আফ্রিকা। প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ খুন হন। যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত