ত্রাণ বিতরণ করতে গিয়ে ‘চড়’ খেলেন অভিনেতা রুদ্রনীল!
প্রকাশ: ২৯ মে ২০২১, ০৮:১৬ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:১১
করোনা আবহে বিজেপি নেতাদের ময়দানে নেমে কাজ করার নির্দেশ দিয়েছিল রাজ্য নেতৃত্ব। অতিমারীর সময় তাই গেরুয়া শিবিরের অনেক নেতাকেই সাধারণ মানুষের পাশে থাকতে দেখা যাচ্ছে।
কিন্তু ভবানীপুরে ত্রাণ বিলি করতে গিয়ে ‘হামলা’র মুখে পড়তে হলো অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে। তাকে চড় মারা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার।
গোটা দেশের মতোই করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত রাজ্যও। অনেক নেতা-নেত্রীই নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তেমনই শুক্রবার ভবানীপুর এলাকায় ত্রাণ দিতে গিয়েছিলেন রুদ্রনীল। ৭১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণের সামগ্রী তুলে দেন। কিন্তু তারপরই হামলার মুখে পড়েন তিনি।
তার অভিযোগ, ভবানীপুরের তৃণমূল নেতা বাবলু সিংহের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। এমনকি, অভিনেতাকে চড়ও মারা হয়। তিনি বলেন, ‘ত্রাণ দিতে এসে মার খেয়ে গেলাম। রুদ্রনীল ঘোষকে সোজা চড় মেরে দিল! এসব কী চলছে রাজ্যে? কেউ ত্রাণও দিতে পারবে না? আমার সঙ্গীদেরও মারা হয়েছে।’
ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ রুদ্রনীল কালীঘাট থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। যদিও অভিনেতাকে মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং। তার কথায়, রুদ্রনীলকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল ত্রাণ দেওয়ার প্রশাসনিক অনুমতি তার কাছে আছে কিনা, তাতেই মেজাজ হারান অভিনেতা।
উল্লেখ্য, এর আগেও একাধিকার স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রুদ্রনীলকে। একুশের বিধানসভায় ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে প্রচারে বেরিয়ে তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন। তাকে ঘিরে গো-ব্যাক শ্লোগানও উঠেছিল। এবার ত্রাণ বিলি করতে গিয়ে ‘হামলা’র মুখে পড়তে হলো তাকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত