তোমার বর্ণনা

  বিচিত্র কুমার

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১২:০৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৩৪

তুমি ছিলে কবিতার ছন্দের মতো মিষ্টি
কী মায়াবী তোমার দু'চোখের দৃষ্টি,
ঠিক যেন জোছনা রাতের পূর্ণিমার চাঁদ
কিংবা উতলা নদীর ভাঙা এক বাঁধ।

কালোমেঘের মতো চুলগুলো উড়ছিল
দু'কানে কদম ফুলের ঝুমকা দুলছিল,
ঠিক যেন তুমি এক লজ্জাবতী
কিংবা রঙের রানী প্রজাপতি।

তুমি রাখালিয়া বাঁশির মিলন সুর
বারবার মনে হয়, নয় বহুদূর,
দেখেছি হৃদয়ে ভয়াবহ দাবানল
কিংবা বটের ছায়ার মতো শীতল।

তুমি জলতরঙ্গীর মতো আবেগী
নীরবে বয়ে চলা অভিমানিনী নদী,
দেখেছি তোমায়, প্রথম বর্ষার নারী
পড়েছিলে যেন,  হলুদ বর্ণের শাড়ি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত