তেতুঁলিয়া সীমান্তে নিহত দুই যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
প্রকাশ: ১১ মে ২০২৪, ১২:৩৫ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:০৫
পঞ্চগড়ের সীমান্তে বিএস এফ’র গুলিতে নিহত দ্ইু নিহত যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শুক্রবার [১০ মে) বিকেল সকল আইনী প্রক্রিয়া শেষে ভারতের ফুলবাড়ি -বাংলাবান্ধাস্থল বন্দর দিয়ে ওই লাশ দুইটি ফেরত দিয়েছে। লাশ দ্ইুটি বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করা হলে পুলিশ লাশ দুইটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি) সুজয় কুমার রায়। নিহত তেতুঁলিয়া উপজেলার মাগুড়া এলাকার জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল [২৪) ও তীরনইহাট ইউনিয়নের ব¤্রতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসিন আলী [২৩) এর আগে ৮ মে তেতুঁলিয়া উপজেলার রনচন্ডি বিজিবি ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৪৪৬/১৪ আর এর নিকট খয়খটপাড়া এলাকার ভারতের ১৭৬/ ফকির পাড়া বিএস এফ ক্যাম্পের টহলরত বিএসএফ গুলিতে তারা নিহত হয়।পরে ভারতের পুলিশ লাশ দুইটি নিয়ে যায়।ঘটনার পর বিজিবি এর কড়া প্রতিবাদ জানায় পরে বিএস এফ বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি) সুজয় কুমার রায় বলেন ইমিগ্রেশন পুলিশ লাশ দুইটি গ্রহন করে তাদের পরিবারের স্বজনের নিকট হস্তান্তর করেছে। যেহেতু ভারতীয় কর্তৃপক্ষ লাশের পোস্ট মর্টেম করেছে তাই আর পোষ্ট মর্টেম করার প্রয়োজন হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত