তেতুঁলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৮ জুলাই ২০২৪, ১৯:১৭ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:৫২

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের খাটিয়াগছ এলাকায় পানিতে ডুবে আমির হোসেন আফিফ ১৫ মাস বয়সি এক শিশুর মৃত্যু। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার (৭ জুলাই) বিকেলে। সে ওই এলাকার হাসিবুুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত আফিফের মা আমেনা খাতুন তাকে বাড়িতে রেখে জমিতে ধানের চারা  রোপন করতে যায়। এরপর জমি থেকে বাসায়  সে দেখে তার ছেলে আফিফ বাসায় নেই। এসময় মা খোজাঁখুজির একপর্যায়ে দেখেন ছেলে পুকুরের পানিতে ভাসছে। মায়ের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে তখন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

এরপর সকল আইনী প্রক্রিয়াশেষে শিশুটির মরদেহ তার পরিবারে কাছে হস্তান্তর করা হয়। এদিকে তেতুঁলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় শিশু আফিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত