তেতুঁলিয়ায় ট্রাক চুরি করতে গিয়ে ট্রাক সহ চোর আটক

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১৭:৩৫ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০০:৪০

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার একটি পেট্রোল পাম্প থেকে চুরি হওয়া ট্রাক বীরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই ট্রাকটি উপজেলার তেতুঁলিয়ার ভজনপুর বাজারে পেট্রোল পাম্পের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক থেকে চুরি হয়।

পুলিশ জানায় সোমবার (২০নভেম্বার) দিবাগত ভোর রাতে ট্রাকটি চুরি হলে পুলিশকে জানানোর পরেই ট্রাকটি উদ্ধারে অভিযানে নামে তেঁতুলিয়া থানা পুলিশ।দিনব্যাপী অভিযান চালায় পুলিশ এবং ট্রাকটি উদ্ধার করে।ট্রাকটি চুরির ঘটনা থানায় জানানোর পরই, তেঁতুলিয়া অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান শুরু করে এবং অভিযান চালিয়ে ট্রাকটি চুরির সাথে জড়িত সজিব হোসেন (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্য মতে ট্রাকটি উদ্ধার করা হয়।সজীবের বাড়ি বগুড়া জেলার শাহজানপুরে খাদাশ রাজবাড়ি (হাতিডুবা) এলাকায়। বাবার নাম বাবলু।পুলিশ জানায়, ওই ট্রাকটি চুরি করে চালিয়ে নিয়ে বগুড়া যাচ্ছিলেন। পথিমধ্যে বীরগঞ্জের শালবাহান এলাকায় পৌছালে তেল শেষ হলে সেখানে ট্রাকটি থামিয়ে সজীব নেমে তার পরিচিত কিছু লোকজনের নিকট তেল কিনতে টাকা ধার চান।টাকা ধার না পেয়ে সে সেখানে অবস্থান করে। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এদিকে ট্রাক উদ্ধারের জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান সমারু (৫৩)। ট্রাকটির মালিক মালিক তেতুঁলিয়া উপজেলার ভজনুপর এলাকার। 

ব্যাপারে তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধরী জানান, বিষয়ে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত