তৃতীয় সন্তানের বাবা হয়েছেন তাসকিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১১:২৪ |  আপডেট  : ৩ মে ২০২৫, ১৯:১৫

ফাইল ছবি

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন পেসার তাসকিন আহমেদ। গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে বাবা হওয়ার খবরটি জানিয়েছেন তিনি। 

ফেসবুকে তাসকিন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

দীর্ঘ দিনের প্রেমের পর তাসকিন  ২০১৭ সালের ৩১ অক্টোবর রাবেয়া নাঈমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান। গত বছরের এপ্রিলে প্রথম কন্যা সন্তানের বাবা হয়েছেন। এবার তাদের ঘরে এলো আরেকটি কন্যা সন্তান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত