তুষের গুদামে মিললো ৩৭৫০ কেজি চোরাই গম
প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ২০:৫৩ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৩৩
বাগেরহাটের মোংলায় একটি অটো রাইস মিলের তুষ রাখার গুদাম থেকে ৭৫ বস্তা চোরাই গম জব্দ করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় মোংলা উপজেলার মাদরাসা রোড এলাকার হাজী আব্দুল অটো রাইস মিল থেকে এ গম জব্দ করা হয়। এ সময় গম চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে মো. আসাদুল মন্ডল (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ৭৫ বস্তায় তিন হাজার ৭৫০ কেজি গম ছিল। গমগুলো বিভিন্ন জাহাজ থেকে চুরি করে আনা হয়েছিল। আটক মো. আছাদুল মন্ডল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা পুরনদর গ্রামের মো. সাজু মন্ডলের ছেলে। তিনি মোংলা উপজেলার কুমারখালী এলাকার বাবুল আক্তারের বাড়িতে ভাড়া থাকতেন। মোংলা এলাকায় তার গমসহ নানা ব্যবসা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাইস মিলের তুষের গুদাম থেকে ৭৫ বস্তা গম জব্দ করা হয়। এরসঙ্গে জড়িত থাকার অপরাধে মো. আসাদুল মন্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দাবি করেছেন গমগুলো জাহাজ থেকে জালি বোটে করে আনা হয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত