তুষারে রাস্তাঘাট বন্ধ, বিদ্যুৎহীন কাশ্মিরের বহু গ্রাম
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০
পশ্চিমবঙ্গ থেকে শীত প্রায় বিদায় নিলেও, উত্তর ভারতে পরিস্থিতি এখনও উল্টো। সেখানে চলছে তুষারপাত। মাসের শুরুতে তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছিল জম্মু ও কাশ্মিরে।
দীর্ঘদিন ধরে তুষারবিহীন থাক্লেও ভারতের কাশ্মীরে গত মঙ্গলবার থেকে ভারী তুষারপাত দেখা গিয়েছে কাশ্মিরের বারামুলায়। এমন বরফ পড়েছে যে মূল এলাকায় থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রান্তিক এলাকায় থাকা গ্রামগুলো।
সাধারণত জানুয়ারি মাসে বরফের আস্তরণে ঢাকা পড়ে যাওয়ার কথা ছিল কাশ্মির উপত্যকার। কিন্তু এবার বেশ কিছু এলাকা একেবারে বরফহীন ছিল। এরপর হঠাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেখা মিলল বরফের।
ভারতীয় গণমাধ্যম এপিবি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়, উপত্যকার উপরের দিকে রাফিয়াবাদ এলাকায় মঙ্গলবারের পরে দুই ফুট বরফের স্তর দেখা গিয়েছিল। ভারী তুষারপাতের ফলে একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিষেবায় সমস্যা হয়েছে। লাডু-লাডুরা, চাটুসা, খামুওয়াহ, ওয়ালরামান, ব্রামান-এর মতো একাধিক গ্রাম ভারী তুষারপাতের জন্য সমস্যায় পড়েছে। রাস্তা পরিষ্কারের জন্য বরফ কাটার মেশিন পর্যন্ত নামাতে হয়েছিল।
এ ছাড়া, কাশ্মিরের উরি এলাকায় অন্তত দুই ডজন গ্রাম তেহশিল এলাকা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। হাথলাঙ্গা, নাম্বলা এ ও বি, চুরান্দা, বাটগড়, তিলাওয়ারি, থাজাল, জামরুর পাঠান, বুজথালা, বানালি, গাগেরহিলসহ একাধিক গ্রামে প্রভাব পড়েছিল।
ভারী তুষারপাত হলেই সবার আগে প্রভাব পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়। ফলে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে যায়। বিদ্যুৎ যোগাযোগ বিপর্যস্ত হলেই প্রবল ঠান্ডায় আরও বেশি সমস্যায় পড়েন বাসিন্দারা। দীর্ঘসময় বাসিন্দাদের ঘরবন্দি থাকতে হয়। এদিকে ভারী তুষারপাত সত্ত্বেও দ্রুত বরফ সরিয়ে রাস্তা ঠিক করার কাজও চলছে। তুষারপাতের কারণে ধাক্কা খেয়েছে কাশ্মিরের যোগাযোগ ব্যবস্থাও। বুধবারও বন্ধ ছিল শ্রীনগর জম্মু জাতীয় সড়ক।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত