তুমি আমার হয়ে যাও

  রুদ্র অয়ন 

প্রকাশ: ৩১ মে ২০২১, ১০:৪২ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০

পাহাড়  চায়  ঝর্ণার  জল
অরণ্য  চায় বৃষ্টি,
তোমার আমার মাঝে হোক
ভালোবাসার সৃষ্টি। 

মাঠে  সোনালী  ফসল  দেখে
খুশি  হয়  চাষা,
তোমার চোখে আমি যে খুঁজি
প্রেম ভালোবাসা। 

ঘাস চায় শিশির ছোঁয়া
আকাশ খুঁজে নীল,
তুমি আমার হয়েই যাও
হোক দু'জনের মিল। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত