তুচ্ছ ঘটনায় মা ও ছেলেকে আঘাত করে আহত

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৪ মে ২০২৩, ১১:৫৩ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৩

কাউনিয়ায় ধান শুকানোর উঠানের পাশ দিয়ে ধান মাড়াইয়ের গাড়ি নিয়ে যেতে বলায় প্রতিপক্ষের কুড়ালের কোপে এক যুবক ও মারপিটে তার মা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে। এ ব্যপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে। পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার রাজীব গ্রামের সুলতান মিয়ার পুত্র জাহাঙ্গীর আলমের মা জাহানারা বেগম ঘটনার দিন সকালে তার বাড়ির উঠানে ধান শুকানোর জন্য আলগা মাটি ও গোবর দিয়ে উঠানটি লেপেন। সেই উঠানের উপর দিয়ে ধান মাড়াইয়ের গাড়ি একই গ্রামের তার জ্যাঠা সোলেয়মান মন্ডলের পুত্র ফারুক আহম্মেদ, ফরিদুল ইসলাম, আকাশ ধান মাড়াই মেশিন নিয়ে যাওয়ার সময় মা জাহানারা বেগম পাশ দিয়ে নিতে বলেন । আবার কিছুক্ষণ পর ধান মাড়াই শেষে একই ভাবে উঠানের উপর দিয়ে ধান মাড়াইয়ের গাড়ি টি নিয়ে যেতে বাধা দিলে অশ্লীল ভাষায় জাহানারা বেগমকে গালিগালাজ মারধর করতে থাকে তার চিৎকারে পুত্র জাহাঙ্গীর আলম এগিয়ে আসলে কাঠ কাটা কুড়াল দিয়ে জাহাঙ্গীর আলমের মাথায় কোপ দেয়। 

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। এসআইওসমান গনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত