তীব্র যুদ্ধ চলছে, তবে ডনবাস এখনও ইউক্রেনের: মার্কিন জেনারেল 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৯:১১ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৪

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাসে ‘তীব্র যুদ্ধ চলছে’, তবে ইউক্রেন এই অঞ্চল এখনও রাশিয়ান বাহিনীর কাছে এখনও ‘হারিয়ে ফেলেনি’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এক জেনারেল। খবর সিএনএন।

বুধবার (২০ জুলাই) ইউক্রেন কনটাক্ট গ্রুপের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, ‘সবমিলিয়ে রাশিয়ার ক্ষতি অনেক বেশি, লাভ খুব কম। লুহানস্ক, ডনবাস অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির একটি যুদ্ধ হচ্ছে।’

ডনবাস কি ইউক্রেনের হাতছাড়া হয়ে গেছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে মিলে বলেন, ‘না, এখনও হারিয়ে যায়নি। রাশিয়ানদের জন্য প্রতি ইঞ্চি ভূখণ্ড দখল কঠিন করে তুলছে ইউক্রেনীয়রা। নতুন করে আক্ষরিক অর্থেই ডনবাসের মাত্র কয়েকশ মিটার ভূখণ্ড দখল করতে পেরেছে রাশিয়ানরা। সামনের কয়েকদিনে হয়তো এক থেকে দুই কিলোমিটারই দখল করতে পারে তারা, তবে এর চেয়ে বেশি কোনোভাবেই নয়।’

২৪ ফেব্রুয়ারি রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আক্রমণ শুরুর পর প্রায় পাঁচ মাস হতে চললো। ইতোমধ্যে ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করেছে রাশিয়া। রুশ বাহিনী এখনও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখলের জন্য হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও গণমাধ্যমে জানিয়েছেন, ইউক্রেনে তাদের সামরিক লক্ষ্য পূর্বাঞ্চলীয় ডনবাসে সীমাবদ্ধ নয়। রাশিয়া যুদ্ধের লক্ষ্য বিস্তৃত করতে প্রস্তুত। তিনি ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহের পর মস্কোর কৌশল পাল্টেছে।

গত ৯০ দিন অভিযানের পর রাশিয়া নতুন করে ডনবাস অঞ্চল জয়ের দিকে মনোনিবেশ করেছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ এই জেনারেল বলেন, ‘তবে এই আক্রমণে রাশিয়া খুবই কম জায়গা পেয়েছে।’

এই অঞ্চলে ‘তীব্র যুদ্ধ হচ্ছে’ বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘এটি (যুদ্ধ) খুব তীব্র, প্রচুর সহিংসতার ঘটনা ঘটছে। প্রতি ২৪ ঘণ্টায় কয়েক হাজার আর্টিলারি রাউন্ড, উভয়পক্ষের অসংখ্য হতাহত, অসংখ্য গ্রাম ধ্বংস এবং আরও অনেক কিছু ঘটছে এই অঞ্চলে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত