তীব্র খাদ্য সংকটের মধ্যেও ভাসমান পার্কে পার্টি দিলেন কিম জং উন
প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ০৮:৪৭ | আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯
তীব্র খাদ্য সংকটের পাশাপাশি উত্তর কোরিয়া যখন করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে ঠিক তখনই দেশটির শীর্ষ নেতা কিম জং উন পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে পুননির্মিত ‘ভাসমান বিনোদন পার্কে’ পার্টি করেছেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম এনকে নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের পর প্রথমবারের পর কিমের ওনসান ম্যানশনের ব্যক্তিগত বিচে ওই ‘ভাসমান বিনোদন পার্কটি নোঙর করা হয়। ২৬০ ফুট দৈর্ঘ্যের ওই নৌযানে আছে দুইটি টুইস্টিং ওয়াটারস্লাইড, বিশাল আকারের পুল আর বহুতল লাউঞ্জ।
৩৭ বছর বয়সী কিম জং উন চলতি বছরের মে মাসে জনসম্মুখে আসেননি। ওই সময় তিনি অসুস্থ ছিলেন বলে গুজব উঠেছিল। এই পার্টির ঘটনা সেই সময়কার বলে দাবি করছে এনকে নিউজ।
মে মাসের ২৪ তারিখে নৌযানটিকে কিমের ব্যক্তিগত বিচে দেখা গিয়েছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। মূলত পরিবারকে সময় দেওয়ার জন্যই কিম এই পার্টির আয়োজন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত