তিস্তা ডিগ্রী কলেজে নবাগত ছাত্র ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২ মার্চ ২০২২, ১৯:১৮ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তিস্তা ডিগ্রী কলেজের আয়োজনে ২০২১-২০২২ শিক্ষা বর্ষের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস বুধবার কলেজ হলরুমে অধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লালমনিরহাট টি এম এ মমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আয়নাল হক, সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম, প্রভাষক ফেরদৌসী বেগম, মোঃ আরিফুর রহমান প্রমূখ। ওরিয়েন্টেশন ক্লাসে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে প্রধান অতিথি সকল ছাত্র-ছাত্রীদের ১টি করে বই উপহার দেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত