তিশা-ফারুকী অভিনীত প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে আজ
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১১:৪৩ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩৯
তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। তবে দুজন একই অঙ্গনের হলেও পেশাগত পরিচয় ভিন্ন। একজন অভিনেত্রী আরেকজন নির্মাতা। তবে এই প্রথমবার অভিনয় করেছেন নির্মাতা ফারুকী। জুটি বেঁধে কাজ করেছেন স্ত্রী তিশার সঙ্গে। তিশা-ফারুকী অভিনীত এই প্রথম সিনেমা অনলাইন প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পাচ্ছে আজ রাত ৮টায়।
সিনেমার নাম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
বাস্তবের মতো সিনেমায় দেখা যাবে এক পরিচালক-অভিনেত্রী দম্পতি ফারহান ও তিথির গল্প। পরিচালক-অভিনেত্রী দম্পতি ফারহান ও তিথির বিয়ের ১০ বছর পেরিয়ে গেলেও কোনো সন্তান হয়নি। আর এজন্য রক্ষণশীল পুরুষতান্ত্রিক সমাজে তাদের সম্মুখীন হতে হয় নানান সমালোচনার। করোনা মহামারির সময় তারা সিদ্ধান্ত নেন সন্তান নেয়ার। কিন্তু এখানেই সব সমস্যার শেষ নয়; বরং তাদের ঘিরে দানা বাঁধতে শুরু করে আরো ভয়াবহ জটিলতা। এমনি প্রেক্ষাপট নিয়ে তিশা ও ফারুকী দুজনে মিলেই বানিয়েছেন সিনেমার গল্প। চিত্রনাট্যও লিখেছেন তারাই। ফারহান ও তিথির প্রেম দিয়েই গল্পের শুরু। তারপর বিয়ে, সামাজিক রক্ষণশীলতা অতঃপর ধীরে ধীরে এগিয়ে যায় মূল সমস্যার দিকে। রচনার সময় মূলত সম্পূর্ণ নিজেদের বাস্তব জীবনকে কেন্দ্রীভূত করেছেন তিশা-ফারুকী দম্পতি। জীবনের নানা চড়াই-উতরাই থেকে নিজেদের আত্ম উপলব্ধিতো ছিলই; সেই সঙ্গে সেগুলোকে নির্দিষ্ট দিকে পরিচালিত করেছে করোনা মহামারির স্থবিরতা।
এই সিনেমায় আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবনসহ আর অনেকে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত