তিয়াস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১১:৪০ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫

খান নোমান
- - - - ----------


মেঘশুন্য নির্লিপ্ত আকাশ । তপ্ত
হৃদ-চবুতর। শঙ্খচিল ডানায় ওড়ে
তাপিত বৈশাখ; পলাতক ছায়া খোঁজে
মৃত্তিকার ঘ্রান- তার পিছু দৌড়- দুরন্ত শৈশব।
কেটেছে সুরভিত মখমল সকাল
বকুল কুড়ায়ে। ময়ূখ উল্লাসে 
প্রানের ক্লোরোফিল আঁকে সবুজের
আলিম্পন - পাতায় পাতায় - তপ্ত নিঃশ্বাসে।
করোটিতে এখন সূর্য দহন কাল
পড়শী নদীর নিতম্বে নেমেছে জল,
নারকেল শাখে তৃষ্ণার জল রেখে
ঘাসের ঘামে উদ্ধত কলাবতী বধূ-বুক।
উচাটন মন সুতো কাটা ঘুড়ি
উদোম হাওয়ায় হাওয়ায় বেসামাল ওড়োওড়ি।
ভাঁটফুল মন সঁপে বনমথিকায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত