তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ
প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ২১:৩২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪
রাষ্ট্রায়ত্ত সোনালি, রূপালী ও অগ্রণী ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে এ তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগের তথ্য জানায়।
প্রজ্ঞাপনে জানা যায়, রূপালী ব্যাংকের নতুন এমডি হয়েছেন ওই ব্যাংকেরই ডিএমডি মুহম্মদ জাহাঙ্গীর, সোনালী ব্যাংকের নতুন এমডি হয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি আফজাল করিম এবং অগ্রণী ব্যাংকের নতুন এমডি হয়েছেন সোনালী ব্যাংকের ডিএমডি মুরশেদুল কবীর। তাদের তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত