তিন বান্ধবী উধাওয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ৪
প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ১০:০২ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:১২
কলেজ পড়ুয়া ৩ বান্ধবী নিজ নিজ বাসা থেকে টাকা, স্বর্ণালঙ্কার ও শিক্ষা সনদ নিয়ে উধাও হওয়ার ঘটনায় রাজধানীর পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।
শনিবার (০২ অক্টোবর) রাতে ৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।নিখোঁজ শিক্ষার্থী কাজী দিলখুশ জান্নাত নিসার বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- মো.তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ(২০), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া (১৮), শরফুদ্দিন আহম্মেদ আয়ন (১৮)। এছাড়াও মামলায় ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নিখোঁজ এই ৩ বান্ধবীকে তিন দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব খান বলেন, এ ঘটনায় পল্লবী থানায় শনিবার রাত ৯টার দিকে মামলা হয়েছে। আসামি ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি রকিবুল জানিয়েছেন, ওই ৩ বান্ধবী বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছেন। ৩ কলেজপড়ুয়াকে উদ্ধার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় পরিবারের কাউকে কিছু না বলে ৩ ছাত্রী নিজ নিজ বাসা থেকে বের হন। বের হওয়ার সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, গহনা, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে যান।
একই ঘটনায় ওই ৩ ছাত্রীর একজনের মা শুক্রবার (০১ অক্টোবর) পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত