তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২১ |  আপডেট  : ১৫ জুন ২০২৪, ০৫:৪৫

শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে এশিয়া কাপ অভিযান শুরু করে বাংলাদেশ। বি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই সাকিব আল হাসনদের সামনে। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারীর। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। একাদশ থেকে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার টস জিতে সাকিব বলেন, প্রচন্ড গরম ও উইকেটের কথা বিবেচনা করে ব্যাটিং নিয়েছেন তিনি। টস জিতলে ব্যাটিং নিতেন বলে জানালেন আফগানিস্তান কোচ হাশমতউল্লাহ শহিদি।

বাংলাদেশ জিতলেই যে সুপার ফোরে পৌঁছে যাবে এমন নয়। সেক্ষেত্রে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে সাকিবদের। তবে হারলে বিদায় নিশ্চিত। টুর্নামেন্টে আফগানদের এটিই প্রথম ম্যাচ।

২০০৮ সালের পর এই প্রথম পাকিস্তানে ম্যাচ খেলছে বাংলাদেশ। আফগানিস্তান খেলছে প্রথমবারের মতো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত