তিন দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ
প্রকাশ: ৪ আগস্ট ২০২৪, ১৯:৩৩ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২২:১৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটার পর আগামীকাল সোমবার থেকে আবার তিন দিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির সময়ে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে এবং শেয়ারবাজারে লেনদেন হবে না। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) এ সময় বন্ধ থাকবে।
আজ রোববার থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকার অনেক এলাকায় সকালের পর ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আবার নিরাপত্তার অভাবে অনেক ব্যাংক তাদের কিছু শাখা খোলেনি। রাজধানীর বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, সকাল থেকে রাজধানীর মিরপুর, গুলশান, শাহবাগ, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকার কিছু ব্যাংক শাখা সকালে খুললেও সহিংসতা শুরু হওয়ার পর সেগুলোয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আবার অনেক ব্যাংক কিছু শাখা বন্ধ রাখার বিষয়ে গতকাল শনিবার সিদ্ধান্ত নেয়। ফলে ওই সব শাখা আজ আর খোলা হয়নি। পাশাপাশি অনেক ব্যাংকের প্রধান কার্যালয়ের কিছু বিভাগের কর্মীদের বাসা থেকে অফিস (হোম অফিস) করার সুযোগ দিয়েছে।
বিভিন্ন ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী তিন দিন বন্ধ থাকলেও এ সময়ে চালু থাকবে ব্যাংকের এটিএম বুথ। ফলে গ্রাহকেরা প্রয়োজনে টাকা তুলতে পারবেন। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং ও মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) চালু থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত