তিন জেলার মানুষের স্বপ্নের তিস্তা সেতুতে মরণ ফাঁদ
প্রকাশ: ৫ জুলাই ২০২৩, ১৭:৩১ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:২৯
রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট তিন জেলার মানুষের যোগাযোগ সহজ করতে তিস্তা নদীর ওপর স্বপ্নের তিস্তা সড়ক সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ সেপ্টেম্বর ২০১২ সালে উদ্বোধন করেন। সেই সেতুর কর্তৃপক্ষ সঠিক ভাবে রক্ষণাবেক্ষন না করায় সেতুর মাঝ খানে মরন ফাঁদ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে তিস্তা সড়ক সেতুতে গিয়ে দেখা গেছে বেশ কয়েক জায়গায় ডেক্স স্লাব এর কনসট্রাকশন জয়েন্টের নাট বল্টু খুলে গিয়ে লোহার পাত খুলে গিয়ে মরন ফাঁদে পরিণত হচ্ছে। এই সেতু দিয়ে প্রতিদিন তিন জেলা থেকে শতশত যাত্রীবাহী বাস, মাল বোঝাই ট্রাকসহ বিভিন্ন পরিবহন চলাচল করে।
কর্তৃপক্ষ স্বপ্নের তিস্তা সড়ক সেতুর সঠিক রক্ষণাবেক্ষন না করায় এধরনের মরন ফাঁদ তৈরী হচ্ছে। শুধু তাই নয় ধুলো বালি পরিষ্কার না করায় বৃষ্টি হলেই সেতুর উপর পানি জমে থাকে। একটি সূত্র থেকে জানাগেছে, ৩সেতু নির্মাণ প্রকল্পের অধীনে ১২২.০৯৭২ কোটি টাকা ব্যয়ে আরসিসি ক্যাশনের উপর প্রিস্টেটেড কংক্রিট গার্ডার ১৫টি স্প্যান ৭৫টি গার্ডার ১৪টি পিয়ার ১২-১০ মিটার প্রস্থ ৭৫০ মিটার দৈর্ঘ তিস্তা সড়ক সেতু নির্মাণ করা হয়।
তিস্তা ডিগ্রী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম সুমন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সেতুটি নির্মাণের পর তিন জেলার মানুষের যোগাযোগের অভাবনীয় উন্নতি ঘটে। সেই স্বপ্নের সেতুতে মরন ফাঁদ তৈরী হওয়ায় আতংক বিরাজ করছে গাড়ির চালক সহ যাত্রী সাধারণের মধ্যে। স্বপ্নের তিস্তা সেতুর মরন ফাঁদ দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে বিজ্ঞ মহল করছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত