তিন আসনে দলীয় মনোনয়ন ফরম চেয়েছেন রওশন এরশাদ
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১৬:৩৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:০৮
সময় শেষ হয়ে যাওয়ার পর জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুকে ফোন করে তিনটি আসনের মনোনয়ন ফরম চেয়েছেন রওশন এরশাদ।
শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্ন বলেন, বেগম রওশন এরশাদ ময়মনসিংহ ও রংপুর বিভাগ থেকে তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন।
চুন্ন দাবি করেন, দলের মধ্যে কোনো কোন্দল নেই। রওশন এরশাদ চাইলে তিনি নিজে গিয়ে মনোনয়ন ফরম পৌঁছে দেবেন।
জানা গেছে, রওশন এরশাদ একটি ফরম তার নিজের জন্য, আরেকটি তার ছেলে সাদ এরশাদের জন্য এবং অন্যটি ময়মনসিংহ বিভাগের জাতীয় পার্টির নেতা ডা. কে আর ইসলামের জন্য চেয়েছেন।
এর আগে জাপা মহাসচিব জানিয়েছিলেন, দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের ক্ষেত্রে কোনো সময়ের বাধ্যবাধকতা নেই, তিনি যখন বলবেন তখনই মনোনয়ন ফরম দেয়া হবে। বেগম রওশন এরশাদ চাইলে মনোনয়ন ফরম তার বাসায় পৌঁছে দেব।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত