তালেবানের নিষেধাজ্ঞা : বিশ্ববাজারে তিনগুণ বাড়ল আফিমের দাম
প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১০:৪৭ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬
আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তালেবান নিজস্ব সরকার গঠনের দিকে এগোচ্ছে৷ অনেক খারাপ প্রথা, নিয়ম বাতিল করছে। দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার করার জন্য তালেবান একাধিক নতুন নিয়ম জারি করেছে ৷ এর একটি হলো দেশে আফিম চাষের ওপর নিষেধাজ্ঞা জারি। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তালেবান শাসনে ড্রাগসকে সম্মতি দেয়া হবে না ৷
তালেবান আফগানিস্তানের একাধিক গ্রামে গিয়ে কৃষকদের এই ফরমান জারি করেছে ৷ তারা জানিয়েছে, আর যেন আফিমের চাষ তারা না করেন। কারণ তাদের দেশে আফিম নিষিদ্ধ হতে চলেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী, কান্দাহারের আশেপাশের এলাকায় সবচেয়ে বেশি আফিমের চাষ হয় ৷ যা কৃষকদের বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে ৷ তালেবানের এই ফরমান কার্যকারিতা দেখাতে শুরু করে দিয়েছে ৷ আফগানিস্তানের বাজারে আফিমের দাম বেড়েছে ৷ কারণ বোঝাই যাচ্ছে আফিমের ভবিষ্যত ভীষণরকম অনিশ্চিত ৷
সাম্প্রতিক পাওয়া খবরের ভিত্তিতে তালেবানের এই ফরমানের পর এক ধাক্কায় ৭০ ডলার প্রতি কিলোগ্রাম আফিমের দাম থেকে একেবারে লাফিয়ে ২০০ ডলার প্রতি কিলোগ্রামে পৌঁছেছে৷
তালেবানের এই নয়া ফরমানে সকলেই প্রবল চমকে উঠেছেন ৷ আমেরিকা দীর্ঘসময় ধরে আফগানিস্তানে আফিম চাষ কমাতে চেষ্টা করেছিল ৷ কিন্তু তারা সাফল্য পায়নি ৷ আফগানিস্তান থেকে বিশাল মাত্রায় আফিম পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই হয় ৷
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত