তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটেনের সঙ্গে আলাপ চলছে: তথ্যমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ আগস্ট ২০২৩, ১৬:২৪ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯

ফাইল ছবি : তারেক রহমান এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আলোচনা চলমান।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আইন-আদালতের ওপর বিএনপির কোনও আস্থা নেই। তারা (বিএনপি) শুধু বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না, কিন্তু বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে আসে।

বিএনপি নেতারা বলছেন দলকে নেতৃত্ব শূন্য করতে নির্বাচনের আগে তারেক রহমান ও জোবায়দার সাজা দেওয়া হয়েছে। এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার হয়েছে, বিচারের রায় হয়েছে।  

মন্ত্রী বলেন, তাদের (বিএনপির) পছন্দের মানুষরাই যখন ক্ষমতায় তখনই এই মামলা হয়। আমাদের সরকার  প্রতিহিংসাপরায়ণ নয়। এই মামলা আমরা করিনি। মামলার রায় হওয়ার জন্য ১৪ বছর অপেক্ষা করতে হতো না। এই মামলা করেছে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে। 

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে এক সংবাদকর্মী প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমানের কোনও বক্তব্য পত্র-পত্রিকা বা টেলিভিশনে প্রচার করা হলে নিশ্চিতভাবে আদালত অবমাননা হবে। আদালত অবমাননা হলে আদালত সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে। প্রধান সারির গণমাধ্যম তারেক রহমানের কোনও বক্তব্য প্রচার করে না। কিন্তু মাঝে মধ্যে কেউ কেউ ভুল করে এবং সোশ্যাল মিডিয়ায় করে, ইউটিউব চ্যানেলে প্রচার হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত