তামিমের সঙ্গে বিসিবি সভাপতির দু’দফা বৈঠক

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১০:৫৬ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:৪১

বাংলাদেশ জাতীয় দলের জার্সিগায়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দেশসেরা ওপেনার তামিম ইকবাল খেলবেন না- বিসিবি বস নাজমুল হাসান পাপনের এমন মন্তব্যের পর ক্রিকেট পাড়ায় শোরগোল শুরু হয়েছে। দলের দলের টি-টোয়েন্টি আসলেই খেলবেন কিনা- সে বিষয়ে কথা বলতেই তামিমের সঙ্গে দুই দফায় বৈঠক করেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সে বিপক্ষে মাঠে নামে মিনিস্টার গ্রুপ ঢাকা। দলের হয়ে এদিন মাঠে নামেন ঢাকার ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। কিন্তু লো-স্কোরিং ম্যাচে সিলেটের সঙ্গে পেরে উঠেনি ঢাকা। হেরেছে ৭ উইকেটে।

ম্যাচ শেষ করে পাপনের সঙ্গে বৈঠকে বসেন তামিম ইকবাল খান। গতকালও তামিমের সঙ্গে গোপনে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি। গত (মঙ্গলবার) মিরপুরে সাংবাদিকদের সামনে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘গতকালকেও তামিমের সঙ্গে লম্বা মিটিং হয়েছে। একটু আগে তামিমের সাথে মাননীয় সভাপতি, আমিও ছিলাম; আমাদের সাথে একটা মিটিং হয়েছে তামিমকে নিয়ে, তার পরিকল্পনা নিয়ে। পরিকল্পনা আমি বলতে পারছি না। পরে আপনারা তামিমের মুখে শুনতে পারবেন।’

এরপর তামিম সাংবাদিকদের সামনে কথা বললেও এই ইস্যুতে তার মুখ থেকে আসেনি কোনো কথা। একই ভূমিকা পালন করেন জাতীয় দলের টিম পরিচালক খালেদ মাহমুদ সুজনও। তবে তামিম এ বিষয়ে পরে মন্তব্য করবেন বলে এক বিস্তত্ব সূত্র থেকে জানা যায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত