তর্জনীতে বিজয় স্বপন
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১০:১৬ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪
কামরুল হাসান ফেরদৌস
-----------------------------------
তর্জনীতে গর্জে উঠে
লক্ষ কোটি কামান গোলা
তর্জনীতে সূর্য উঠে
ফুটে আশার কুসুমগুলা।
তর্জনীতে ব্যাঘ্র ডাকে
জেগে উঠে ঘুমের জাতি
তর্জনীতে দিক দিশা রয়
প্রভাত আসে পোহায় রাতি।
তর্জনীতে প্রদীপ্ত হয়
সবুজ মাটি রক্ত শপথ
তর্জনীতে অর্জিত হয়
বিজয় স্বপন পুষ্পিত পথ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত