তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জ্যেষ্ঠদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মার্চ ২০২৫, ১১:১৩ |  আপডেট  : ১ মার্চ ২০২৫, ১৩:২২

তরুণদের হাত ধরে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) স্বাগত জানিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। স্বাগত জানিয়েছেন বর্তমান সরকারের উপদেষ্টারাও। তাদের মতে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারলে এনসিপিতে মিলবে সাফল্য। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্যমান রাজনৈতিক দল থেকে নাগরিক পার্টির বার্তায় রয়েছে ভিন্নতা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের সাত মাসের মাথায় তরুণদের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। শুক্রবার এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামায়াত, বামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তরুণ হিসেবে জ্যেষ্ঠ নেতাদের দোয়া চান জাতীয় নাগরিক পার্টির নেতারা।

আন্দোলনে শিক্ষার্থীদের ত্যাগের কথা স্বীকার করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নতুন বার্তা দিতে পারলেই সফল হবে তারুণ্যের এ দল।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তির সাথেই রয়েছে তাদের সমর্থন।

আয়োজনে আমন্ত্রণ জানালেও উপস্থিত হননি সরকারের উপদেষ্টাদের কেউ। তবে শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জনগণের প্রত্যাশা পূরণের ওপর নির্ভর করবে নতুন দলের সাফল্য। জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে জনগণই সিদ্ধান্ত নেবে। 

এদিকে, বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর থেকে ভিন্ন বার্তা দিতে চাইছে নবগঠিত দল এনসিপি।

রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার বলেন, ‘তরুণরা বলছেন, জনতার রাজনীতি কায়েম করতে চায়, বাংলাদেশপন্থী একটি দল হতে চায়। তাঁরা ভারতপন্থী-পাকিস্তানপন্থী হতে চায় না, তাঁরা পরিবারতন্ত্র চায় না। নতুন এই দলটি মাঠ থেকে উঠে আসা নেতৃত্বের প্রতি সমর্থন জানাচ্ছে।’

দুর্নীতি-স্বজনপ্রীতি দূরে সরিয়ে, সাধারণ মানুষকে ক্ষমতার উৎস হিসেবে প্রতিষ্ঠার আশ্বাসই দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত