ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১৪:২৯ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:১২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নুর ইসলাম (৫০) নামে এক কারাবন্দি (হাজতি) মৃত্যু হয়েছে। বুধবার, ১৭ জানুয়ারি সকাল ৬টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে গত ১২ জানুয়ারি ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

কারাবন্দি আসামি কক্সবাজার চকরিয়া থানায় অস্ত্র মামলায় সাত মাস আগে গ্রেফতার হয়েছিলেন। কক্সবাজার কারাগারে চার মাস আগে ব্রেন স্ট্রোক করেছিলেন তিনি। সেখান থেকে তাকে চট্টগ্রাম জেলখানা হয়ে চিকিৎসার জন্য গত ২১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ জেলখানায় পাঠিয়েছিলেন। নুর ইসলাম বান্দরবান জেলার লামা থানা চেয়ারম্যানপাড়া গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে। দুই ছেলে ও চার মেয়ের জনক ছিলেন তিনি। চকরিয়া মাছের ঘেরে চাকরি করতেন তিনি।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত