ঢাবির সাবেক অধ্যাপক সালেহীন কাদরী মারা গেছেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ সালেহীন কাদরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

সালেহীন কাদরীর স্ত্রী বাংলাদেশের খ্যাতনামা বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। তিনি ‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। গতকাল মঙ্গলবার এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন সালেহীন কাদরী। তিনি এই বিভাগের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ছিলেন।

ঢাবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ সূত্রে জানা যায়, সালেহীন কাদরী করোনায় সংক্রমিত হয়েছিলেন। তিনি রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে সালেহীন কাদরীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত