ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, আবেদন ফি বাড়ল

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৭ এপ্রিল ২০২২, ১৪:৫৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।  বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

ভর্তির চূড়ান্ত তারিখ হলো-গ ইউনিট ৩ জুন, খ ইউনিট ৪ জুন, ক ইউনিট ১০ জুন, ঘ ইউনিট ১১ জুন ও চ ইউনিট ১৭ জুন।

গতবারের মতো পরীক্ষা কেন্দ্র ঢাকা ছাড়া সাতটি বিভাগীয় শহরে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। এবার ভর্তিচ্ছুদের আবেদন ফি ৩৫০ টাকা বাড়ানো হয়েছে। আগের বার ছিল ৬৫০ টাকা।  

পরীক্ষার জন্য ৯৫৬ টাকা ৫০ পয়সা, অনলাইন সার্ভিস চার্জ ৩০ টাকা ও ব্যাংক পেমেন্ট সার্ভিস চার্জ ১৩ টাকা ৫০ পয়সাসহ মোট ১০০০ টাকা পরিশোধ করতে হবে চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী) যেকোনো একটির মাধ্যমে।  

পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত