ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতির নির্বাচনে গজারিয়ার আবু সালেহের জয়লাভ

  মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ 

প্রকাশ: ২৩ মে ২০২২, ২১:৩১ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:১২

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা আবু সালেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে(২০২২-২৩)বিপুল ভোটে জয়লাভ করেছেন।

আজ সোমবার সকাল ৯ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়  কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনে নিজাম- বাদল পরিষদ থেকে সদস্য কাস্টিং ভোট ৭৫৩ ভোটের মধ্যে ৩৪৯ পেয়ে জয়লাভ করেন,নির্বাচনে সভাপতি ও সাঃসম্পাদক পদে নিজাম-বাদল জয়লাভ করেন।

উল্লেখ্য আবু সালেহ উপজেলার ভবেরচর ইউনিয়নে র আনারপুরা গ্রামের মোঃরফিকুল ইসলাম এর ছেলে,সে ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রকৌশল দপ্তরে কর্মরত।গজারিয়ার রাজনীতিতেও সুপরিচিত মুখ,সদালাপী,বিনয়ী,১নং যুগ্ম সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর।তরুন এই সংগঠকের ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতির নির্বাচনে জয়লাভ করায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা,অভিনন্দন আর প্রশংসায় ভাসছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত