ঢাকায় হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি হাবিবুল্লাহ গ্রেপ্তার
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ২১:২৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৮
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ভাটারার ওয়াসা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতের নেতা হাবিবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করেছে। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে শাপলা চত্বরে সহিংসতা ও গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে সহিংস ঘটনায় তিনি জড়িত। এসব নাশকতার ঘটনায় হওয়া একাধিক মামলার আসামি তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত