ঢাকায় লঙ্কানরা
প্রকাশ: ১৬ মে ২০২১, ১০:০৪ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩০
ওয়ার্ল্ডকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। আজ রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা থাকলে তার ৩০ মিনিট আগেই চলে এলেন লঙ্কানরা।
সকাল সোয়া ৮টার দিকে তাদের বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন কুশল পেরেরার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার ওয়ানডে দল। এখানে এসেও তাদের তিনদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে হোটেল সোনারগাঁওয়ে। সেখানেই থাকবেন তারা। এর মধ্যে হবে দুইবার করোনা টেস্ট।
করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসলে অনুশীলনের সুযোগ পাবে কুশল পেরেরার দল। সব ঠিক থাকলে ১৯ মে প্রথম অনুশীলনে নামবে। অনুশীলন করবে মিরপুরের একাডেমি মাঠে। পরদিনও অনুশীলনের পর ২১ মে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপির ৩ নম্বর মাঠে। এরপর ২৩ মে থেকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু ওয়ানডে সিরিজ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত