ঢাকায় ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১৪:৪৮ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:৫৮
১২ দিনের ছুটি শেষে ঢাকায় ফিরলেন আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকায় ফেরেন। এ সময় তার স্ত্রী তাঁর সঙ্গে ছিলেন।
পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। চলতি মাসের ১৬ নভেম্বর তিনি ঢাকা থেকে আমেরিকার উদ্দেশে রওনা হন।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকার দৌঁড়ঝাপ চোখে পড়ার মতো। পিটার ডি হাস ছুটিতে যাওয়ার আগে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। যাওয়ার আগের দিন তিনি দলগুলোকে শর্তহীন সংলাপে বসতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু এর একটি চিঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেন।
পিটার হাস বিএনপির সঙ্গে মিলে আন্দোলন পরিকল্পনা করেছেন বলে রাশিয়া অভিযোগ করে আসছে। যদিও আমেরিকা তা অস্বীকার করেছে। আর বিএনপি রাশিয়ার এই অভিযোগকে অপব্যাখ্যা হিসেবে উল্লেখ করেছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত