ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১৮:৪৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫

বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা এবং মানসম্পন্ন চাকরি সৃষ্টির লক্ষ্যে ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছানোর পর প্রতিনিধি দলটি শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছে। দুপুরে তারা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সঙ্গে বৈঠক করবে। এছাড়া, সফরকালে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগেজ এবং শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।

এ সফরের সময় তারা অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা, পোশাক শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া, মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সহায়তার বিষয়ে আলোচনা করবেন।

এই সফরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান, এবং টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত