ঢাকায় কিউই ক্রিকেটার অ্যালেনের করোনা শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১৯:৪৫ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:১২

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যায় কিউই দলটি। টিম হোটেলে কোয়ারেন্টিনে আছেন কিউইরা। তিন দিন কোয়ারেন্টিনের পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবেন তারা।

তবে ঢাকা এসে শুরুতেই বিপাকে নিউজিল্যান্ড দল। করোনা টেস্টে নিউজিল্যান্ডের তরুণ ব্যাটসম্যান ফিন অ্যালন পজিটিভ হয়েছেন। তাকে থাকতে হবে আইসোলেশনে। এরপর নেগেটিভ প্রমাণ হলেই খেলার অনুমতি পাবেন।

নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসার চারদিন আগেই ইংল্যান্ডে ১০০ বলের টুর্নামেন্টে খেলে সরাসরি যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। ঢাকায় পা রাখার ৪৮ ঘণ্টা পর হওয়া পরীক্ষায় ফিন অ্যালেনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

টাইগারদের বিপক্ষে ১ সেপ্টেম্বর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত